• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

ধামরাইয়ে ১মাস ৫ দিন তাপপ্রবাহ পর স্বস্তির বৃষ্টি হলো

  • ''
  • প্রকাশিত ০৬ মে ২০২৪

ধামরাই( ঢাকা) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় ধামরাই উপজেলাবাসী টানা তাপপ্রবাহে বিপর্যপ্ত হয়ে পড়েছিল। এতে হাঁপিয়ে উঠেছে মানুষ । তীব্র তাপপ্রবাহে খেটে খাওয়া মানুষ ও শ্রমজীবীরা চরম বিপাকে পড়েছিল। তীব্র রোদের কারণে তারা কাজ করতে দুঃসাধ্য হয়ে পড়েছিল। তীব্র গরমের কারণে শিশু ও বয়স্করা ডায়রিয়া জ্বর নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছিল। মানুষ প্রয়োজন ছাড়া ঘরে বাইরে যাচ্ছে না। প্রচণ্ড গরমে ও তাপপ্রবাহ পরিত্রাণের জন্য মানুষ ছুটে যাচ্ছে গাছের ছায়ায়, ছায়া ঘেরা মাঠে জলাধারে পুকুরের পাড়ে একটু স্বস্তির প্রশান্তি পাওয়ার জন্য। স্বস্তির বৃষ্টির জন্য ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইসতিস্কার নামাজ হয়েছে। অবশেষে গত রোববার এক মাস পাঁচ দিন পর বহুল কাঙ্ক্ষিত বৃষ্টি দেখা মিল ধামরাই উপজেলায়।

রাত সাড়ে নয়টা পর বজ্রসহ মুষলধারে বৃষ্টি নামে ধামরাইয়ে। সেই সাথে ছিল শিলাবৃষ্টি ঝড়ো হওয়া। টানা দেড় ঘণ্টা বৃষ্টির পর তাপমাত্রা কমায় স্বস্তি মিলেছে জনজীবনে।

ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভায় শিলা বৃষ্টি ঝড়ো হওয়া বয়ে যায়। বৃষ্টি হওয়ার ফলে আজ সোমবার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে সেই সাথে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads